যশোর, ১৩ সেপ্টেম্বর (ইউএনবি)- যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা মাহমুদপুর গ্রামে বৃহস্পতিবার বজ্রপাতে দুজন নিহত ও দুজন আহত হয়েছে।
নিহতরা হলো- যশোরের বাঘারপাড়ার চাড়াভিটা মাহমুদপুর গ্রামের হোসেন সরদারের ছেলে মোহাম্মাদ আলী (১৪) ও শাহবার হোসেনের ছেলে সাব্বির হোসেন (২২)। আহতরা হলো- স্কুলছাত্র একই এলাকার আইয়ুব খানের ছেলে রেজয়ান খান (১৪) ও মিলন মোল্লার মেয়ে মিতু খাতুন (১০)।
স্থানীয়দের বরাত দিয়ে বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) শেখ ওহিদুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে তারা মিলন মোল্লার বাড়ির বারান্দায় ও সামনে অবস্থান করছিল। এ সময় বজ্রপাত হলে চারজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মাদ আলী ও সাব্বির হোসেনের মৃত্যু হয়।