চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরান বাজার হরিসভা এলাকা পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
উপমন্ত্রী জানান, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেগা প্রকল্পের আওতায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলাকে স্থায়ীভাবে রক্ষায় ১১ শ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। আসন্ন একনেক সভায় এ প্রকল্প অনুমোদন হওয়ার পর চলতি বছরের মধ্যেই কাজ শুরু হবে।
স্থানীয়দের দাবি অনুযায়ী প্রকল্পের কাজ যাতে সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করা হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. শওকত ওসমান।
উপমন্ত্রী মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা দেয়ার ঘোষণা দেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শওকত ওসমান ইউএনবিকে জানান, মেঘনার ভাঙনে মোট ১১টি পরিবার সম্পূর্ণ এবং অনেকগুলো পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।