রংপুরের তারাগঞ্জের রংপুর-দিনাজপুর মহাসড়কের ঘনিরামপুরে স্থানে ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন থেকে ওই বৃদ্ধা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। কেউ কোনো কিছু খাবার দিলে খাইতো। কারও সঙ্গে কোনরকম কথাবার্তা বলতেন না। শুধু একাই নিজে নিজে কথা বলতেন।
সোমবার দুপুরে হাটাহাটি করার সময় ঘনিরামপুর নামক স্থানে তাকে একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, নিহত বৃদ্ধার কোনো পরিচয় পাওয়া যায়নি। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।