চট্টগ্রামের মিরসরাই ও পটিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালক ও সহকারীসহ তিনজন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
রবিবার (২২ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে।
এর মধ্যে মিরসরাইয়ে ড্রামট্রাক ও চলন্ত লরির ধাক্কায় ২ জন এবং পটিয়া বাইপাস সড়কের বৈলতলী রোড ট্রাক ও যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ও ৪ জন আহত হন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
মিরসরাইয়ের দুর্ঘটনায় নিহতরা হলেন— ড্রামট্রাক চালক মো. ফারুক হোসেন (৩৯)। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে। তার সঙ্গে প্রাণ হারিয়েছেন চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫)। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, সকালে রবিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রামট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হন।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
এসআই আরও জানান, তাদের লাশদুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, আজ ভোরে পটিয়া বাইপাস সড়কের বৈলতলী রোড এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস ও মাছবাহী একটি ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক মোহাম্মদ মোরশেদ (২৪) নিহত হয়েছেন।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, শ্যামলী পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে বান্দরবান যাচ্ছিল। এ সময় ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক। এ ঘটনায় আরও ৪ জন আহতও হয়েছেন।