নিহতরা হলেন- অভিযুক্ত আব্দুর রাজ্জাকের স্ত্রী আসকিয়া আক্তার (৩২) ও তাদের দুই সন্তান নেহা (৩) ও নিশাদ (১)।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনে মিনান জানান, সকাল থেকে অস্বাভাবিক নীরবতা পেয়ে রাজ্জাকের এক প্রতিবেশী তাদের ঘরে প্রবেশ করে আসকিয়া ও তাদের দুই সন্তানকে বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে প্রতিবেশী অন্যারা এগিয়ে এসে তিনজনের লাশ উদ্ধার করেন এবং রাজ্জাককেও রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মার্গে পাঠায়।
উপপুলিশ কমিশনার আরও জানান, পারিবারিক কলহের জের ধরে রাজ্জাক রাতের কোনো এক সময়ে তার স্ত্রী ও শিশুদের শ্বাসরোধ করে হত্যা করে হয়তো নিজেকে হত্যার চেষ্টা করেছিল।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাজ্জাককে আটক করেছে।
নিহত আসকিয়ার ভাই আব্দুর রশিদ জানান, রাজ্জাক একজন মাদকাসক্ত ব্যক্তি। টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করত।