এর আগে বেলা বেলা পৌনে ১১টার দিকে রমা চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়ার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রশানের পক্ষ থেকে তাঁর কফিনে পুস্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের কমান্ডার, দক্ষিণ জেলা আওয়ামী লীগ, জেলা ও নগর বিএনপি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, চট্টগ্রাম জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ (সিএমপি),নগর ছাত্রলীগ, ছাত্রদল, জেলা শিল্পকলা একাডেমি, সিপিবি চট্টগ্রাম জেলা, ওয়াকার্স পার্টি, গণজাগরণ মঞ্চ, উদীচী সংসদ।
এছাড়া শ্রদ্ধা জানান, লেখক ও শহীদজায়া মুশতারি শফী, মুক্তিযোদ্ধা অমল মিত্র, বিএফইউজে সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, ভারপ্রাপ্ত সিটি মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকা এই বীরাঙ্গনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিকালে জেলার বোয়ালখালী উপজেলার নিজ গ্রামে রমা চৌধুরীকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার একমাত্র সন্তান জহর চৌধুরী।