ঢাকা, ০৪ সেপ্টেম্বর (ইউএনবি)- রাজধানীর রাস্তায় কোনো লেগুনা চলাচল করার অনুমতি পাবে না বলে সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই ধরনের যানবাহনের কারণে রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং এগুলো সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর একটি।’
মাসব্যাপী ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডিএমপি কমিশনার বলেন, কোনোরকম রুট অনুমতি না থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক যাত্রীবাহী লেগুনা ঢাকার রাস্তায় অবৈধভাবে চলাচল করছে।
এই যানবাহনগুলো শহরের বাইরে শুধুমাত্র ৩০০ ফিট বা বাশিলা এলাকার মতো রাস্তায় চলাচল করতে পারে বলে জানান আসাদুজ্জামান মিয়া।
তবে, ডিএমপি কমিশনার যখন সংবাদ সম্মেলন করে রাজধানীতে লেগুনা চলাচল বন্ধের কথা বলছিলেন তখনও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে লেগুনা চলতে গেছে।