শুক্রবার রাতে নগরীর পশ্চিম বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেল (২৪)ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।
পারিবাকি সূত্র ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ১১টার দিকে পশ্চিম বুধপাড়া এলাকার আবুল কালাম আজাদের বাড়িতে প্রবেশ করেন রাশেল। এসময় আজাদের বাড়ির লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়।
পরে রাশেলের স্ত্রী আলেয়া বেগম ও বাবা আব্দুর রশিদকে ডেকে তাদের কাছে তাকে তুলে দেয়া হয়।
আলেয়া বেগম জানান, মারপিটের কারণে গুরুতর আহত হওয়ায় তার স্বামী কোনো কথাও বলতে পারছিলেন না। পরে আরো অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে মারপিটের সময় মুখে বিষ ঢেলে দেয়ায় রাশেলের মৃত্যু হয়েছে দাবি করে এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন তার শ্বশুর আলমগীর হোসেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।