সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার ভলগোদনস্ক হতে রোসাটমের যন্ত্র উৎপাদনকারী শাখা থেকে স্টিম জেনারেটরগুলো পাঠানো হচ্ছে।
কারখানা থেকে প্রথম জেনারেটরটি দুই মাস আগে রিয়্যাক্টর প্রেসার ভেসেলের সাথে পাঠানো হয়। এছাড়া সেপ্টেম্বর মাসে আরও দুটি জেনারেটর পাঠানো হয়।
চারটি স্টিম জেনারেটরের শেষেরটি কারখানা থেকে স্থানান্তর করে অন্য তিনটি অংশের সঙ্গে জাহাজে তোলা হবে, যার মোট ওজন প্রায় ১০০০ টন।
যন্ত্রাগুলো নভোরোসিস্কে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে এগুলো ১৪০০০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে পৌঁছাবে।
এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর পারমাণবিক চুল্লির সবগুলো সরঞ্জাম কারখানা থেকে পাঠানো শেষ হলো।
রাশিয়ান পরিকল্পনা অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা করা হয় এবং এখন নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের প্রত্যেকটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। এতে থাকছে থ্রি প্লাস প্রজন্মের ভিভিইআর পারমাণবিক চুল্লি।