চট্টগ্রাম, ২৮ জুন (ইউএনবি)- রূপালী ব্যাংকের অর্থ আত্মসাতের দায়ে ৩৩ বছর আগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার ২৯ জন আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এ রায় দেন।
আদালত আসামিদের আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ টাকা জরিমানা করেছেন। সেই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৭ জনকে খালাস দেয়া হয়েছে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, ১৯৮৫ সালে দেশের উপকূলীয় এলাকায় লবণচাষীদের মাঝে ঋণ বিতরণের জন্য স্থানীয় ৩০টি ভুয়া লবণচাষী সমিতি ও সংগঠন রূপালী ব্যাংকের কক্সবাজারের রামু শাখা থেকে ৫৩ লাখ ৭ হাজার টাকা উত্তোলন করে। কিন্তু এ অর্থ লবণচাষীদের না দিয়ে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় একই বছরের ৪ ডিসেম্বর রামু থানায় ৬৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক খন্দকার মইনুল ইসলাম।
পরে ১৯৯৪ সালের ১ মার্চ এ মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।
দণ্ডিত আসামিদের সবাই পলাতক রয়েছেন বলে জানান পিপি মেজবাহ উদ্দিন।