সরকার করোনা ভাইরাসে অল্প আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য হোটেল ভাড়া নেয়ার কথা চিন্তা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ব্যাপক সংখ্যক করোনা আক্রান্ত রোগী নিয়ে সরকার অভূতপূর্ব সংকটের মধ্যে রয়েছে। হাসপাতালগুলোর আসন সংখ্যার পাশাপাশি আইসিইউ শয্যাও ৯৫শতাংশ পূর্ণ। তাই রোগীর চাপ সামাল দিতে হোটেল খোঁজা হচ্ছে।
মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হকের সভাপতিত্বে সচিবালয়ে আন্ত -মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
আরও পড়ুনঃ গার্মেন্টস খোলায় সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
তিনি বলেন, ইতোমধ্যে হাসপাতালগুলোর ৯০ শতাংশ শায্যা পূর্ণ এবং ৯৫ শতাংশ আইসিইউ শয্যাতে রোগী রয়েছে। আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত করছি। যেখানে অবিলম্বে ৫০০ থেকে ৬০০ শয্যার ব্যবস্থা করতে পারবো।
মন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত প্রত্যেককে হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই। সুতরাং, আমরা অল্প জটিলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হোটেল ভাড়া নেয়ার কথা ভাবছি। ওই হোটেলে ডাক্তার, নার্স, ওষুধ ও অক্সিজেন থাকবে।
মালেক জানান, সরকার হোটেল খুঁজতে শুরু করেছে। কারণ করোনার ক্রমবর্ধমান সংক্রমণে হাসপাতালে আর রোগীদের জায়গা দিতে পারবে না। তিনি বলেন, যদি আমরা হোটেলে অল্প সংক্রমণের রোগীদের চিকিৎসা দিতে পারি, তাহলে তারা সেখান থেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন এবং এটি হাসপাতালের উপর চাপ কমাতে সাহায্য করবে। এ কারণেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।
আরও পড়ুনঃ শিগগিরই ৪ হাজার চিকিৎসক নার্স নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ৭ আগস্ট থেকে শুরু হওয়া গণ টিকা অভিযান সম্পর্কে তিনি বলেন, গ্রামাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে বয়স্কদের আগে টিকা দেয়া হবে। ৫০ -এর বেশি বয়সীদের করোনায় মৃত্যুর হার ৮০ থেকে ৯০ শতাংশ।
মন্ত্রী বলেন, সবাই এনআইডি (জাতীয় পরিচয়পত্র) দেখিয়ে টিকা নিতে পারবে। যাদের এনআইডি নেই তাদের বিশেষ ব্যবস্থায় টিকা দেয়া হবে।