ঢাকা, ০৩ ডিসেম্বর (ইউএনবি)- বাংলাদেশের ‘অনারারি কনস্যুল অব রোমানিয়া’ এবং বার্তা সংস্থা ইউএনবি ও সাপ্তাহিক ঢাকা কুরিয়ারের প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের আয়োজনে রোমানিয়ার জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
রোমানিয়ার জাতীয় দিবস উপলক্ষে এনায়েতুল্লাহ খান রাজধানীর বারিধারা এলাকায় তার বাসভবনে এ দিবস উদযাপনের আয়োজন করেন।
এই আয়োজনে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী নেতাসহ সামরিক ও বেসামরিক বাহিনীর কর্মকর্তারা অংশ নেন।
দক্ষিণ-পূর্ব ইউরোপের সার্বভৌম দেশ রোমানিয়ার জাতীয় দিবস মূলত অন্যতম বৃহত্তম ঐক্যকে স্মরণ করিয়ে দেয়।
প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে (১৯১৮ সালে) ট্রান্সসিলভানিয়া, বুকোভিনা ও বেসারাবিয়া যুক্ত হয়ে গঠিত হয় কিংডম অব রোমানিয়া।