রোহিঙ্গাদের আশ্রয়দানের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে নিউজিল্যান্ড বলছে, তাদের (রোহিঙ্গা) প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে দেশটি।
গত ৪-৫ সেপ্টেম্বর ঢাকায় নিউজিল্যান্ড, নয়াদিল্লি এবং অস্ট্রেলিয়া হাইকমিশনের প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করে।
রবিবার ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, সফরটি নিউজিল্যান্ডের হাইকমিশনার জেয়ান্না কেমকার্সের ২-৬ সেপ্টেম্বরের বৃহত্তর সফরের একটি অংশ ছিল।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড হাইকমিশনারের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিরা ইউএনএফপিএ-এর নারীবান্ধব এলকা ও ইউএনএইচসিআর-এর নেয়া প্রকল্পগুলো ঘুরে দেখেন।
প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর সাথে কাজ করা তাদের দেশের বিশেষজ্ঞাদের সাথে কথা বলেছেন। তারা জানতে পারেন রোহিঙ্গাদের আশ্রয়দানের ফলে কীভাবে এবং কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা।
নিউজিল্যান্ড হাইকমিশনার জোয়ান্না কেমকার্স বলেন, রোহিঙ্গাদের আশ্রয়দানের মাধ্যমে তাদের সহায়তা করায় আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই।
অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট বলেন, সঙ্কটের সূত্রপাত থেকে এক বছরে সাত লাখেরও বেশি রোহিঙ্গাদের প্রয়োজনীয় জীবনধারণের জন্য যে সেবা প্রদান করা হয়েছে তা অবিশ্বাস্য।
এখনো অনেক কিছু করার আছে উল্লেখ করে অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, অস্ট্রেলিয়া প্রয়োজনে বাংলাদেশ ও রোহিঙ্গাদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।