একটি নোটিশের মাধ্যমে মিয়ানমার সরকার ব্যাংকের নাম, শাখার নাম এবং ব্যাংক হিসাবের নম্বর দিয়ে বলছে, ‘অল্প হলেও দান করুন, অনুদান দাতাদের নিম্নোক্ত অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান করার জন্য অনুরোধ করা হচ্ছে’।
নয়াদিল্লির মিয়ানমার দূতাবাস এমনকি ঢাকায় মিয়ানমারের দূতাবাসেও ‘মেইক এ ডোনেশন’ শিরোনামে এমন নোটিশ দেখা গেছে।
মিয়ানমার দূতাবাস সূত্র জানা যায়, এই অনুদানটি ইউনিয়ন এন্টারপ্রাইজের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। ইউনিয়ন এন্টারপ্রাইজ একটি সংস্থা যা সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত। এখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বন্ধু দেশ, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে অনুদান নেয়া হয়ে থাকে।
এই ইউনিয়ন এন্টারপ্রাইজের চেয়ারপার্সন হলেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সু চি । যার ভাইস চেয়ারম্যান দেশটির সমাজকল্যাণ, ত্রাণ এবং পুনর্বান বিষয়ক ইউনিয়ন মিনিস্টার ড. ইউন মিয়েত অয়ে।
গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সরকারি বাহিনীর হাতে নির্যাতন ও অত্যাচারিত হয়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা দেশটির রাখাইন রাজ্য থেকে পালিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়।