সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মকর্তা সমিতি নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৮টি পদে জয়লাভ করেছে ইউনুস-এমরান-পারভেজ প্যানেলের কর্মকর্তারা। একইসাথে ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ’ প্যানেল থেকে তিনজন প্রার্থী জয়লাভ করেছেন।
সোমবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু ইউসুফ।
নির্বাচনে সভাপতি পদে উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী ও সাধারণ সম্পাদক পদে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ নির্বাচিত হয়েছেন।
‘ইউনুস-এমরান-পারভেজ’ প্যানেল থেকে নির্বাচিতরা অন্যরা হলেন- নির্বাহী পরিবহন প্রকৌশলী এমরান আহমদ চৌধুরী (সহ-সভাপতি) ও সিনিয়র সুপারভাইজার সাহেদ আহমেদ (সহ-সাধারণ সম্পাদক)।
এছাড়া একই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন- অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, উপ-রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী ও প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুর রহমান।
অন্যদিকে আওয়ামীপন্থী প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- সহকারী রেজিস্ট্রার মঈনুল হক (কোষাধ্যক্ষ) ও কার্যনির্বাহী সদস্য প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল ও মোহাম্মদ আশরাফুল হক।
এর আগে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৬৪ জন ভোটারের মধ্যে ২৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী রেজিস্ট্রার এ জেড এম তামরিনুল হাসান ও হিসাবরক্ষণ কর্মকর্তা তাপস তালুকদার।
পড়ুন: র্যাগিংয়ের বিরুদ্ধে শাবিপ্রবির ক্যাম্পাসে সতর্কতামূলক ব্যানার
শাবিপ্রবিতে পিটার হোর-মোস্তাক রহমান স্কলারশিপ পেলেন ৬ শিক্ষার্থী