বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ২০২৩ সালের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে উদ্বোধন হতে পারে।
তিনি বলেন, ইতোমধ্যে টার্মিনালের ৩৪ দশমিক ৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে যা প্রত্যাশিত লক্ষ্যমাত্রার চেয়ে এক দশমিক ৯ শতাংশ বেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, চলতি বছরের ৮ এপ্রিলের মধ্যে ৩২ দশমিক ৭ শতাংশ কাজ সম্পন্ন করার কথা ছিল।
সোমবার তৃতীয় টার্মিনালের চলমান কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে দুই বিমানের মধ্যে সংঘর্ষ
মাহবুব বলেন, টার্মিনালটি যাত্রীদের জন্য খুলে দেয়া হলে যাত্রীসেবায় অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তিনি বলেন, তৃতীয় টার্মিনালে প্রবেশের জন্য একটি টানেল নির্মাণ ও একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের সমন্বয় প্রয়োজন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলটি আশকোনা হজ ক্যাম্প পর্যন্ত সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন।
কয়েকদিনের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
প্রকল্পের ব্যয় বাড়তে পারে কি না এমন প্রশ্নের জবাবে মাহবুব বলেন, আমরা বিষয়টি দেখব এবং প্রকল্পের জন্য কী প্রযোজ্য তা বিবেচনা করা হবে।
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বিমান ভাড়া নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা এর আগে এয়ারলাইন কর্তৃপক্ষের সঙ্গে বসেছিলাম এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি আশা করি এক মাসের মধ্যে এটি হ্রাস পাবে।’
আরও পড়ুন: ‘বেগমপাড়ার’ যাত্রীদের জন্য বিমানের ফ্লাইট চালু: মির্জা ফখরুল
হজযাত্রীদের নিয়ে প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মাহবুব বলেন, বিমানের ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
এদিকে মে মাসের প্রথম সপ্তাহে বিমানবন্দরের দুটি অতিরিক্ত হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।