চট্টগ্রাম, ০১ ফেব্রুয়ারি (ইউএনবি)- চট্টগ্রামে কালাচাঁদ দাশ (৩৪) নামে এক পরিবহন শ্রমিককে শিকলবন্দী অবস্থা থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফিরিঙ্গিবাজার লইট্টাঘাটায় মালেক কোম্পানির কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করা হয়।
কালাচাঁদ বাঁশখালী উপজেলার বাণীগ্রামের বিধুভূষণ দাশের ছেলে। পাওনা টাকা আদায়ের জন্য তাকে শিকলবন্দী করে নির্যাতন চালানো হচ্ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী এলাকার ছাবেদুল হকের ছেলে মাইন উদ্দিন (৫৭) ও কর্ণফুলীর শিকলবাহা এলাকার আবদুল মোমিনের ছেলে মো. রফিক আহমদ (৫৫)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, পাওনা টাকা আদায়ের জন্য কালাচাঁদকে ডেকে এনে শিকল দিয়ে বেঁধে রাখেন মাইন ও রফিক। এ সময় তাকে মারধরও করা হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
ওসি আরও বলেন, মাইন ও রফিককে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছেন কালাচাঁদ।