শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার শিক্ষামন্ত্রীর দপ্তরের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরিকভাবে অসুস্থ বোধ করায় শনিবার সকালে করোনা পরীক্ষা করানোর জন্য দীপু মনি স্যাম্পল দেন। এদিন সন্ধ্যায় আরটিপিসিআর টেস্টে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।
এতে আরও বলা হয়, তিনি বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশন এ আছেন।
তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন বলেও এতে জানানো হয়।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত
শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: দীপু মনি