কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষের জেরে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।
আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ রাশিদুল আলম ৩৭ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান পাঁচ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন।
আরও পড়ুন: রাজধানীতে গণমিছিল, সংঘর্ষের খবর পাওয়া গেছে
তবে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের পরিচয় জানা যায়নি।
আন্দোলনের সময় সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে সারা দেশে হাজার হাজার মানুষের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।
আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ অনেক ছাত্রকে গ্রেপ্তারও করেছে।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে ও পরে আটকদের মুক্তির দাবিতে শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা বিক্ষোভ করছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যুর অভিযোগ