বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মো. খাদেম উল কায়েস এ রায় দেন।
একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঝালকাঠির কাঠালিয়ার মো. মশিউর রহমান মন্টু (৪০) ও বরগুনার আমতলী থানার দক্ষিণ টেপুরারের মিজানুর রহমান (৩৫)। তারা রাজধানীর পল্লবীর বাসিন্দা।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রেজাউল করিম (৩৬), নজরুল ইসলাম (৩২), মো. আবদুল্লাহ আল মামুন (৩৮), মো. ইকবাল হোসেন শুভ (২৮), সজীব আহমেদ কামাল (৪৭), মো. আলিম হোসেন চন্দন (২৭), কাওসার মৃধা (২৫) ও রেজা মৃধা (৩০)।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানুর ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই ভাই কাওসার ও রেজা পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা ২০১৫ সালের মে মাসে আবির নামে এক শিশুকে বনানী থেকে অপহরণ করে পরিবারের কাছে ১০ কোটি টাকা মুক্তিপণ চায়। আবিরের পরিবার তাদের দুই কোটি টাকা দেয়।
পরে বিষয়টি র্যাবকে জানানো হলে র্যাব আসামিদের গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে আবির ও মুক্তিপণের ১ কোটি ৮০ লাখ টাকা উদ্ধার করে।
এ ঘটনায় আবিরের মামা মো. এনায়েত উল্লাহ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।