সেই সাথে তিনি আশ্বাস দিয়েছেন যে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে বাংলাদেশের শিশুদের সার্বিক উন্নয়নে ইউনিসেফ বাংলাদেশ সরকারের সাথে কাজ করা অব্যাহত রাখবে।
বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) কান্ট্রি রিপ্রেজেনটেটিভ তুমো হুজোমি মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের কাছে পরিচয়পত্র পেশ করেন।
নতুন কান্ট্রি রিপ্রেজেনটেটিভকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ১৯৭২ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য ও শিশুদের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার দীর্ঘদিনের সহযোগিতা নিয়ে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।
আবদুল মোমেন শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি এবং শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাসসহ শিশু-সংক্রান্ত সব সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের অগ্রগামী নৈপুণ্যের কথা তুলে ধরেন।
তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এ নৈপুণ্যের পুনরাবৃত্তির জন্য সরকারের সর্বোচ্চ আগ্রাধিকারের কথা পুনরায় ব্যক্ত করেন।
আবদুল মোমেন আরও বলেন, শিশু অধিকার সনদে অনুস্বাক্ষরকারী হিসেবে বাংলাদেশ তার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনে সব শিশুদের অধিকার নিশ্চিত করায় প্রতিশ্রুতিবদ্ধ।
সবার জন্য শিক্ষা, শিক্ষা ক্ষেত্রে লিঙ্গ সমতা, বিদ্যালয় থেকে ঝরে পড়া হ্রাস, সামাজিক সুরক্ষা বৃদ্ধি, নিরাপদ পানি সরবরাহ ও প্রান্তিক শিশুদের জন্য সুযোগ বাড়াতে সরকারের সাথে অংশীদার হওয়ায় ইউনিসেফকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।