রাষ্ট্রায়ত্ত শিশু চিকিৎসা প্রতিষ্ঠান- ঢাকা শিশু হাসপাতালকে ইনস্টিটিউটে রূপান্তর করা হচ্ছে।দেশের শিশুদের জন্য আরও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে জাতীয় সংসদে এ সংক্রান্ত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল ২০২১ পাস হয়েছে। এতে চিকিৎসার পাশাপাশি শিশু চিকিৎসা সংক্রান্ত শিক্ষার সুযোগ সৃষ্টি হবে। এর আগে খসড়া বিলে ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ মিলে একটি প্রতিষ্ঠান করার প্রস্তাব আনা হয়েছিল।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিলটি উত্থাপন করলে এটি কণ্ঠভোটে পাস হয়ে যায়।
বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ প্রতিষ্ঠানটি ঢাকা শিশু হাসপাতালের অ্যাকাডেমিক শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
আরও পড়ুন: ট্রাভেল এজেন্সির ব্যবসা নিয়ে সংসদে বিল পাস
বিলটি ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নেয়া ঢাকা শিশু হাসপাতাল অধ্যাদশের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে।
নবম জাতীয় সংসদের বিশেষ কমিটিতে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নেয়া ১২২টি অধ্যাদেশের মধ্যে ৫৪টিকে অনুমোদন দেয়া হলেও এই বিলটি বাদ পড়ে গিয়েছিল।
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ঢাকা শিশু হাসপাতালকে একটি অধ্যাদেশের মাধ্যমে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করেছিল তত্ত্বাবধায়ক সরকার।
১৯৮৩ সালে শিশু হাসপাতালের অ্যাকাডেমিক শাখা হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ প্রতিষ্ঠা করা হয়।
আরও পড়ুন: শিশু হাসপাতালে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান
এর আগে ঢাকা শিশু হাসপাতালের কার্যক্রম তদারকির জন্য আলাদা আইন বা অধ্যাদেশ ছিল না।
নতুন খসড়া আইনের ২১ নং অনুচ্ছেদ অনুযায়ী স্বায়ত্তশাসিত হাসপাতালকে পরিচালনার জন্য ১৩ সদস্যের একটি কমিটির বিধান রাখা হয়েছে। এর আওতায় হাসপাতালের পরিচালকদের একজন তিন বছরের জন্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পাবেন।
খসড়া আইনে হাসপাতালের ৩০টি আসন দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসার জন্য সংরক্ষণের বিধানও রাখা হয়েছে।