ঢাকা, ০৭ নভেম্বর (ইউএনবি)- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে।
বুধবার ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর বিকাল ৩টায় মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ইউনিটে ৬,৫০০ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩১,৮০৪ জন।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর (শনিবার) এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
ঢাবি অধিভুক্ত সাতটি কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।