ঢাকা, ১৭ অক্টোবর (ইউএনবি)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ওপর প্রকাশিত একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন।
প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এক অনুষ্ঠানে ‘হৃদয় মাঝে শেখ রাসেল’ শিরোনামে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
গ্রন্থটির উপদেষ্টা সম্পাদক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল, গ্রন্থের সম্পাদক এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও প্রকাশক ইয়াসিন কবির জয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহ্সানুল করিম এবং বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুক্রবার শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে গ্রন্থটি প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী।
৯২ পৃষ্ঠার এই গ্রন্থটিতে প্রায় ১০০টি ছবি (যার অধিকাংশ দুর্লভ) স্থান পেয়েছে।