শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে ছুরতন নেছা (৬৫) নামে এক বিধবা বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) গভীর রাতে উপজেলার বাতকুচি নামাপাড়া পুরোনো ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। বৃষ্টির মধ্যে খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা ১৫ থেকে ২০টি হাতির দলের একটি বন্যহাতি ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ওই বৃদ্ধাকে শুড় দিয়ে পেঁচিয়ে ঘর থেকে টেনে বের করে উঠোনে আছড়ে ফেলে পায়ে পিষ্ঠ করে নির্মমভাবে হত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ নিয়ে গত ১০ দিনের ব্যবধানে জেলায় বন্যহাতির আক্রমণে এক নারী ও দুই কৃষকসহ ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটলো।
এর আগে গত ২০ মে রাতে ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকায় বন্যহাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ ও এফিলিস হাগিদক নামে দুই কৃষক নিহত হন।
বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বন্যহাতির আক্রমণে বৃদ্ধা ছুরতন নেছার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে বাতকুচি এলাকায় বৃদ্ধা ছুরতন নেছার ঘরে হানা দিয়ে বন্যহাতি তাকে শুঁড়ে পেচিয়ে ঘর থেকে বের করে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বনবিভাগের লোকজনও ঘর থেকে বেরুতে পারেননি। গত কয়েকদিন ধরেই মধুটিলা রেঞ্জের আওতাধীন বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় একদল বন্যহাতি তান্ডব চালিয়ে আসছিলো।
আরও পড়ুন: ফাঁদ পেতে বন্যহাতির হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার শহীদুল কারাগারে
রেঞ্জ কর্মকর্তা জানান, গত বছর ওই বৃদ্ধা ছুরতন নেছার বসতবাড়ি হাতির আক্রমণে বিধ্বস্ত হওয়ায় সরকার ক্ষতিপূরণ দিয়েছে। এবার হাতির আক্রমণে তিনি নিজেই প্রাণ হারালেন। ঘটনাটি দুর্ভাগ্যজনক।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, এর আগে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কে হানা দিয়ে রেষ্ট হাউজ ক্ষতিগ্রস্ত ও ক্যান্টিন বিধ্বস্ত করে। ক্যান্টিনের ভিতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরণের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে। মঙ্গলবার রাতে বাতকুচি বীট অফিসে হানা দিয়ে দরজা-জানালা ভাঙচুর ও ঘরের খাবার এবং আসবাপত্র নষ্ট করেছে। একইরাতে বুরুঙ্গা এলাকার ৪০ থেকে ৪৫টি হাতির দল হানা নিয়ে ৮টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি ঘরে মজুদ করা ধান-চাল. বিভিন্ন ধরনের রান্না করা খাবার খেয়ে সাবাড় করেছে।
আরও পড়ুন: শেরপুরে বন্যহাতি আক্রমণে কৃষক নিহত
বাতকুচি এলাকার পাহাড়ে শবনম বুবলি ও সজল অভিনীত একটি নির্মাণাধীন ছায়াছবির শ্যুটিং সেটেও বন্যহাতির দল হানা দিয়ে শুটিং ইউনিটের বিভিন্ন সরঞ্জামের ক্ষয়ক্ষতি করেছে।