যুক্তরাষ্ট্র বুধবার বাংলাদেশ সরকারের প্রতি শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, ‘শ্রমিক ও ট্রেড ইউনিয়ন সংশ্লিষ্টদের উপর চলমান নিপীড়ন নিয়েও আমরা উদ্বিগ্ন।’
তিনি বলেন, তারা বেসরকারি খাতের সদস্যদের প্রশংসা করেন, যারা যুক্তিসঙ্গত মজুরি বৃদ্ধির জন্য ইউনিয়নের প্রস্তাবকে সমর্থন করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় প্রক্রিয়াটিকে ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। যাতে শ্রমিক ও তাদের পরিবারগুলো যে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে তা মোকাবিলা করতে পারে।
ন্যূনতম মজুরির দাবিতে বাংলাদেশে সাম্প্রতিক 'শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার' পাশাপাশি বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: ভুয়া প্রোফাইল থেকে সাবধান: ঢাকায় মার্কিন দূতাবাস
মিলার বলেন, ‘গত সপ্তাহে কারখানার শ্রমিক ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য রাসেল হাওলাদার (২৬) নামে এক যুবকের পুলিশ কর্তৃক নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত।’
তিনি নিহতদের পরিবার ও বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এছাড়াও, ঢাকার একটি কারখানায় বিক্ষোভকারীদের আগুনে নিহত ৩২ বছর বয়সী শ্রমিক ইমরান হোসেনের মৃত্যুতে আমরা শোকাহত।’
মিলার বলেন, সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে- শ্রমিকরা সহিংসতা, প্রতিশোধ বা ভয় প্রদর্শনের ভীতি ছাড়াই সংগঠন ও সম্মিলিত দরকষাকষির স্বাধীনতার অধিকার প্রয়োগ করতে সক্ষম হন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ ও বিশ্বব্যাপী কাজের মাধ্যমে আমরা এই মৌলিক মানবাধিকারগুলো এগিয়ে নিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
আরও পড়ুন: শ্রম খাতের অগ্রগতি পর্যালোচনা: আগামী সপ্তাহে আসছে পাওলা পাম্পালোনির নেতৃত্বে ইইউ প্রতিনিধি দল