রাজধানীর কামরাঙ্গিরচর থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত।
বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এই অভিযোগ গ্রহণ করেন। এছাড়া আদালত আগামী ২০ অক্টোবর কাজলের বিরুদ্ধে আনিত অভিযোগের শুনানির দিন ধার্য করেন।
গত বছরের ১০ মার্চ রাজধানীর চকবাজারের বাসা থেকে বের হয়ে ‘নিখোঁজ’ হন শফিকুল ইসলাম কাজল। নিখোঁজের ঠিক একদিন আগে সাংবাদিক কাজল, মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী সহ ৩১ জনের বিরুদ্ধে মাগুরা-১ আসনে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
আরও পড়ুন: ফটোসাংবাদিক কাজলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়াকে নিয়ে সংবাদ প্রকাশ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়।
এছাড়া গত ১০ এবং ১১ মার্চ তার বিরুদ্ধে রাজধানীর কামরাঙ্গিরচর ও হাজারীবাগ থানায় আরও দু’টি মামলা করা হয়।
ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর ৩ মে রাতে যশোরের বেনাপোলে সীমান্তের সাদিপুর মাঠ থেকে ফটোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বিজিবি। ওইদিন অনুপ্রবেশের দায়ে বিজিবির করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরে কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।
আরও পড়ুন: সাংবাদিক কাজল যশোর কেন্দ্রীয় কারাগারে
এরপর গত বছরের ১৯ অক্টোবর হাইকোর্টের এক রুলের পর ২৪ নভেম্বর একটি মামলায় এবং ১৭ ডিসেম্বর দুটি মামলায় জামিন লাভ করেন। পরবর্তীতে ২০২০ সালের ২৫ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।