সাফ চ্যাম্পিয়ন দলের নারী ফুটবলার মাসুরা পারভীন ( ডিফেন্ডার ) তার বাবা-মাকে নিয়ে বসবাস করেন সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের জায়গায়। নিজেদের কোন জায়গাজমি নেই তাদের।
কয়েক বছর আগে মাসুরার বাবা আট শতক সরকারি খাস জমি নিজের নামে বন্দোবস্ত পেয়েছেন। কিন্তু সেই জমি নিচু হওয়ায় ও পানি জমায় সেখানে বাড়ি-ঘর তৈরি করতে পারেননি মাসুরার দরিদ্র বাবা।
তারা বর্তমানে বসবাস করেন সড়ক বিভাগের রাস্তার ধারের সরকারি খাস জমিতে।
আরও পড়ুন: স্বপ্নার স্বপ্ন পূরণ, গর্বিত এলাকাবাসী
সম্প্রতি সড়ক বিভাগ সড়ক সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় মাসুরাদের বাড়ি উচ্ছেদের নোটিশ জারি করেছে সড়ক বিভাগ।
আগামী এক সপ্তাহের মধ্যে বাড়ি ভেঙে নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। বাড়িতে লাল রঙের ক্রস চিহ্নও আঁকা হয়েছিল।
কোথায় যাবে বিশ্বের দরবারে সুনাম কুড়িয়ে ফেরা নারী ফুটবলার মাসুরার হতদরিদ্র পরিবার?
এই চিন্তায় যখন পুরো পরিবার হতাশাগ্রস্ত ঠিক তখনই খবর এলো দেশের জন্য মাসুরাদের সুনাম অর্জনের কথা। ঢাকায় যখন মাসুরাদের নিয়ে আনন্দবন্যা বইছে তখন মাসুরার চিন্তা যেন পিছু ছাড়ছেনা। বাড়িতে গিয়ে কোথায় থাকবে, কোথায় রাখবে হতদরিদ্র বাবা-মাকে।
কোথায় একটু মাথা গোঁজার ঠাই মিলবে তাদের।
বৃস্পতিবার দুপুরে হঠাৎ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর মাছুরার বাড়িতে হাজির পরিবারের খোঁজ খবর নিতে। গিয়ে জানতে পারেন তাদের অসহায়ত্বের কথা।
তিনি তাৎক্ষণিকভাবে আদেশ দেন মাসুরা পারভীনের বাড়িতে যে লাল রঙের ক্রস চিহ্ন দেয়া হয়েছে সেটি মুছে ফেলতে।
জেলা প্রশাসকের নির্দেশে সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য মাসুরা পারভীনের সাতক্ষীরার বাড়ির আঙিনায় সড়ক ও জনপথ বিভাগের দেয়া লাল রঙের (ক্রস চিহ্ন) মুছে ফেলা হয়েছে।
আরও পড়ুন: বাঘিনীদের রাজসিক বরণ