জমি
সিলেটে ভাইয়ের সঙ্গে জমির বিরোধে খুনের অভিযোগ
সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে সুলতান আহমদ নামের এক যুবক আপন চাচাতো ভাই হুসেন আহমদকে গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে।
এদিকে গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আরও পড়ুন: গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
স্থানীয়রা জানান, জমি নিয়ে হুসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে সুলতান ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। এর জেরে সুলতান ধারালো অস্ত্র দিয়ে আপন চাচাতো ভাই হুসেনকে গলকেটে হত্যা করে।
এসময় সুলতানকে গ্রামবাসীরা আটক করে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সুলতানকে আটক করে থানায় নিয়ে আসে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সুলতানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুনের অভিযোগ
১ মাস আগে
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাইকে হত্যার অভিযোগ
হবিগঞ্জের বানিয়াচংয়ে পৈত্রিক সম্পত্তির ভাগ বটোয়ারা নিয়ে বড় ভাইকে খুনের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
সোমবার (২ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলার দোয়াখানী এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নড়াইলে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
নিহত নওশাদ মিয়া (৪০) ঐ এলাকার মৃত কিম্মত আলীর ছেলে। এ ঘটনার পর থেকেই ছোট ভাই জুনেদ মিয়া (২৫) পালিয়ে গেছেন।
স্থানীয়রা জানায়, পৈত্রিক সম্পত্তির ভাগ বটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে তাদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে জুনেদ ধারাল অস্ত্র দিয়ে নওশাদকে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর জুনেদ পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২ নিরাপত্তা কর্মী নিহত
৩ মাস আগে
সিলেটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২ আগস্ট) সকাল ৬টার দিকে পুর্ব ইসলামপুর ইউনিয়নের মেঘারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নিহত, আটক ১
আব্দুর রাজ্জাক উপজেলার পুর্ব ইসলামপুর ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামের মৃত সফর আলীর ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের তাজুল ইসলাম ও সিরাজুল ইসলাম।
জানা গেছে, দুই একর জমি নিয়ে উত্তর রাজনগর গ্রামের আব্দুর রাজ্জাক ও মেঘারগাঁও গ্রামের ইমাম উদ্দিনের পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, ‘জমি নিয়ে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। এখন পর্যন্ত কাউকে আটকও করা হয়নি।’
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২১
নিহত তামিমের পরিবারকে নগদ অর্থ সহায়তা জবি প্রশাসনের
৪ মাস আগে
জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় আহত হয়েছেন অপর ভাই শাহীন মিয়া।
শনিবার (৮ জুন) ভোরের দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামছুল হুদা।
আরও পড়ুন: প্রস্তাবিত বাজেট: রবিবার প্রতিক্রিয়া জানাবে বিএনপি
নিহত সামছুল হুদা তালুককানুপুর গ্রামের হাবিজার রহমানের ছেলে।
ঘটনায় অভিযুক্ত আনোয়ারুল ইসলাম শ্যামল পলাতক থাকলেও তার স্ত্রী গোলাপী বেগমকে আটক করেছে পুলিশ।
এর আগে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রামে ছোট ভাই আনোয়ারুল ইসলামের কোদালের আঘাতে গুরুতর আহত হন তার দুই ভাই সামছুল হুদা ও শাহীন মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বড় ভাই সামছুল হুদার সঙ্গে ছোট ভাই আনোয়ারুল ইসলামের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে আনোয়ারুল ইসলামের সঙ্গে সামছুল ও শাহীনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে আনোয়ারুল তার হাতে থাকা একটি কোদাল দিয়ে সামছুলের মাথায় ও শাহীনের শরীরে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় সামছুলকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ও শাহীনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরের দিকে মারা যান সামছুল হুদা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত করে স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। ঘটনার দিনেই নিহত সামছুল হুদার স্ত্রী লাবনী বেগম বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলার প্রধান আসামি আনোয়ারুল ইসলাম পলাতক থাকলেও তার স্ত্রী গোলাপি বেগমকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৬ মাস আগে
জমি নিয়ে বিরোধ: বাগেরহাটে ভাইয়ের হাতে ভাই খুন
বাগেরহাটের কচুয়ায় জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে মশিউর রহমান হাজরা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) সকালে কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। এ ঘনায় অভিযুক্ত দুই ফুফাতো ভাইকে আটক করেছে পুলিশ।
নিহত মশিউর রহমান হাজরা বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মাসুদ হাজরার ছেলে।
আরও পড়ুন: সিলেটে যুবক খুন, চাচাতো ভাইসহ আটক ৪
আটক দুই ভাই হলেন- একই গ্রামের হাজরা পাড়া এলাকার ইনদাদ শেখের ছেলে মো. সাব্বির ও মো. বায়েজিদ।
স্থানীয়রা জানায়, সম্পত্তি নিয়ে ফুফাতো ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল মশিউরদের। এর জেরে বুধবার সকালে মশিউরকে ছুরি মেরে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা মশিউরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনি শংকর পাইক বলেন, মশিউরকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার ফুসফুসের বামপাশে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত দুই ফুফাতো ভাইকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ভোলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
নরসিংদীতে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
৬ মাস আগে
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
মৌলভীবাজারের কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (১৫ মে) দুপুরে ১২টার দিকে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: যশোরে মাটিবাহী ট্রাক্টরচাপায় গৃহবধূ নিহত, আহত ৩
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিতে কাজের জন্য যান আছকির মিয়া। এ সময় মিছির আলিসহ তার লোকজনেরা আছকির ও তার সঙ্গে থাকা আরও দুইজনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ঘটনার পর থেকে মিছির আলী পলাতক রয়েছেন।
কুলাউড়া (সার্কেলের) অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: জৈন্তাপুরে বজ্রপাতে ফুটবল খেলোয়াড় নিহত
খুলনায় স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
৭ মাস আগে
জমিতে পানি দেওয়ার দ্বন্দ্বে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
বগুড়া সদরে ফসলের জমিতে পানি সেচ দেওয়া নিয়ে দ্বন্দ্বে আব্দুল করিম নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নামুজা ইউনিয়নের বগারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত করিম ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর জাহিদ জানান, ফসলের জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বগারপাড়া গ্রামের আলাল মিঞার সঙ্গে করিমের দ্বন্দ্ব চলে আসছিল। করিম সকালে শ্যালক খায়রুলকে নিয়ে নতুন ফসলি জমিতে পানি সরবরাহ করতে গেলে আলাল ও তার অজ্ঞাত দুই সহযোগী তাদের বাধা দেন।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে করিম জমির মধ্যে লুটিয়ে পড়ে জ্ঞান হারান৷ সংজ্ঞাহীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে করিমকে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে আলাল ও তার সহযোগীরা পলাতক৷
এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতাহাতির একপর্যায়ে প্রতিপক্ষের ধাক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে করিম মারা গেছেন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
আরও পড়ুন: উত্তর গাজায় সাহায্যের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জাতিসংঘ প্রধানের
কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় ১০ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
৯ মাস আগে
এক ইঞ্চি জমিও কেউ অবৈধভাবে দখল করতে পারবে না: মেয়র
এক ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) মতিঝিল মিডল সার্কুলার রোড কাঁচাবাজারের দোকানগুলোর বরাদ্দপ্রাপ্তদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: শহীদ ডা. ফজলে রাব্বি পার্কটি একটি আধুনিক ব্যতিক্রমধর্মী পার্ক: ডিএনসিসি মেয়র
মেয়র বলেন, এসব দোকান ১৯৯৭ সালে মেয়র মোহাম্মদ হানিফের আমলে বরাদ্দ দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় প্রকৃত বরাদ্দপ্রাপ্তরা সেসব দোকান বুঝে পায়নি। দুই যুগেরও বেশি সময় ধরে অনেক দোকান অবৈধ দখলদাররা ভোগ করে আসছিল। কিন্তু আমরা থাকতে সিটি করপোরেশনের এক ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না। তাই আজ প্রকৃত বরাদ্দপ্রাপ্তদের সেসব দোকান বুঝিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: দক্ষিণ সিটির চতুর্থ ঢাকা মেয়র কাপের পর্দা উঠছে শনিবার
শেখ তাপস বলেন, যারা প্রকৃত বরাদ্দপ্রাপ্ত তারাই সেখানে সঠিকভাবে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবে। তারা আমাদের অংশীজন, হকদার। তাই তাদের বরাদ্দ বুঝিয়ে দিতে কোনো ধরনের প্রতিকূলতা আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা সব প্রতিকূলতা অতিক্রম করব, ইনশাআল্লাহ।
আরও পড়ুন: ট্রাফিক পুলিশের বিশ্রামের ব্যবস্থা করতে সিটি মেয়রদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
জমিতে রাস্তা নির্মাণে বাধা: ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে
সিরাজগঞ্জের কাজিপুর পৌর এলাকায় অপরের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে পৌর কাউন্সিলর মিনা খাতুন ও তার স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কাজিপুর আমলি আদালতে কাউন্সিলর মিনা খাতুন ও তার স্বামী জহুরুল ইসলামসহ চারজনকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগী।
আরও পড়ুন: গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
মামলায় বাদীর বিবরণ থেকে জানা যায়, পৌর কাউন্সিলর মিনা খাতুন ও তার স্বামী জহুরুল ইসলাম মঙ্গলবার দুপুরে আব্দুস সামাদের ঘর ভেঙে তাদের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এসময় আব্দুস সামাদ ও তার ভাই সাইফুল ইসলাম বাধা দেন।
এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিনা, তার স্বামী জহুরুল ইসলাম ও তাদের স্বজনরা আব্দুস সামাদ ও তার ভাই সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
আরও পড়ুন: গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ
এসময় ঠেকাতে এলে আব্দুস সামাদের স্ত্রীকেও আহত করা হয়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বেরিপোটল মহল্লায় মারামারির খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে মারামারিতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে এবং ওই ঘটনায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে বাস উল্টে আহত ১০
১০ মাস আগে
ঝালকাঠিতে জমি কেনা-বেচার মধ্যস্থতাকারীর রক্তাক্ত লাশ উদ্ধার
ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকা থেকে রিপন মল্লিক (৫৭) নামে জমি কেনা-বেচার মধ্যস্থতাকারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় লাশটি উদ্ধার করা হয়। তিনি এই এলাকার আলতাফ হোসেন মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, রিপন মল্লিককের লাশ পার্শ্ববর্তী আবুল কালাম মল্লিকের বসতবাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
এছাড়া তার মাথার পেছন দিকে আঘাতের কারণে জখম হয়ে রক্তাক্ত রয়েছে বলে জানিয়েছে ঝালকাঠি থানা পুলিশ। এ ঘটনায় আবুল কালামের স্ত্রী শিরিন বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রেখেছে।
আবুল কালাম সৌদি আরব প্রবাসী। আবুল কালামের বর্তমান বসতবাড়ি রিপন মল্লিকের মাধ্যমে কেনে।
পাওনা টাকা অথবা এই পরিবারের সঙ্গে রিপন মল্লিকের অভ্যন্তরীণ বিষয়ের সূত্র ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন: নাটোরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু হানিফ জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, রিপোর্ট প্রাপ্তির পরে আটক শিরিন বেগমকে জিজ্ঞাসাবাদের পরে প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে যমুনার তীর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
১১ মাস আগে