সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে আদালতে হাজির করা হবে।
জাহাঙ্গীর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে জাতীয় সংগীত অবমাননা করে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট জাহাঙ্গীরকে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পরিকল্পনা কমিশনে স্থানান্তর করা হয়। সেখানে তাকে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগে নিযুক্ত করা হয়।
পরে নানা অভিযোগের মুখে সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।
জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।