সার্বিয়ার সাথে বাংলাদেশের শক্তিশালী বাণিজ্যিক ও বিনিয়োগ বন্ধন এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) বিশেষ বৈঠক চলাকালে সাইডলাইনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ড. দারিজা কিসিক টেপাভসেভিচ এবং বাণিজ্য, পর্যটন ও টেলিযোগাযোগমন্ত্রী টাটজানা মেটিকের সঙ্গে পৃথক বৈঠককালে এ আহ্বান জানান তিনি।
গত ১৩ অক্টোবর ড. মোমেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত বৈদেশিক নীতির অংশ হিসেবেই বাংলাদেশ জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করছে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ইউরোপের অন্যতম প্রথম দেশ হিসেবে সাবেক যুগোস্লাভিয়ার ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশের সাথে যৌথ টিকা উৎপাদনে সম্মত রাশিয়া: পররাষ্ট্রমন্ত্রী