তিনি বলেন, ‘এ ছোট হামলার মধ্য দিয়ে বড় কোনো ধরনের হামলার প্রস্তুতি হতে পারে। কারণ দেশে এখনও জঙ্গিরা ঘাপটি মেরে আছে সুযোগ খুঁজছে বড় ধরনের হামলা করার জন্য। গত রাতের ঘটনা সেটার পূর্ব প্রস্তুতি হতে পারে, এটা খতিয়ে দেখছে সরকার।’
সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী আরও বলেন, আইএসের নামে অন্য কেউ এ হামলা চালিয়েছে কি না তা খতিয়ে দেখছে গোয়েন্দা বাহিনী। আইনশৃংখলা বাহিনী খুবই তৎপর। আশা করছি এ জঙ্গি চক্র দ্রুতই ধরা পড়বে।
হামলার সময় স্থানীয় সরকার (এলজিডি) মন্ত্রী কাছাকাছি থাকায় তিনি হামলার লক্ষ্যবস্তু ছিলেন কি না জানতে চাইলে কাদের বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) কমিশনারের সাথে কথা বলেছি। বিষয়টি সঠিক নয়, মন্ত্রীর ওপর হামলার কোনো উদ্দেশ্য ছিল না।’
প্রসঙ্গত, শনিবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় পার হওয়ার সময় স্থানীয় সরকার মন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে বোমা হামলায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও কনস্টেবল আহত হয়।
আসামের জাতীয় নাগরিকপঞ্জি থেকে ১৯ লাখ মানুষের বাদ পড়া প্রসঙ্গে কাদের বলেন, বিষয়টি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিস্থিতি কূটনৈতিকভাবে ও রাজনৈতিকভাবে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।