নাটোরের সিংড়ায় কবুতর চুরির অভিযোগে আকরাম হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট এই ঘটনা ঘটে।
নিহত আকরাম সিংড়া পৌরসভার মান্তাপাড়া মহল্লার মৃত ইউনুস আলীর ছেলে।
পুলিশ জানায়,প্রায় এক সপ্তাহ আগে উপজেলার পাটকোল এলাকার কৃষি উদ্যোক্ত মিঠুর খামারের একটি কবুতর চুরি হয়। এজন্য মান্তাপাড়া বেদে পল্লীর আকরাম হোসেনকে দায়ী করে গ্রামে বিচার দেয়। কিন্তু আকরাম বিচারে হাজির না হওয়ায়। আজ শুক্রবার বিকালে মিঠু ও তার লোকজন আকরামকে বাড়ির কাছ থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে বাড়ির কাছে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।
বরিশালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
গ্রামের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাতে মৃত ঘোষণা করে।
অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানান সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম।