শিক্ষার কোন শেষ নেই, লেখাপড়ারও কোন বয়স নেই প্রচলিত এ কথার প্রমাণ করেছেন সিরাজগঞ্জের তাড়াশ ও কাজিপুর উপজেলার ৫২ ও ৪৫ বছর বয়সি দুইজন।
এবারের এসএসসি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করেছেন তারা। নিয়মিত শিক্ষার্থীদের মতোই জিপিএ-৪.৬১ ও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন উভয়ে।
এদের মধ্যে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের খরখরিয়া গ্রামের মৃত জোমশের আলী ভূঁইয়ার ছেলে আব্দুল মতিন মহসিন (৫২) পেয়েছেন জিপিএ-৪.৬১।
কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের টানা তিন বারের নির্বাচিত সদস্য ও চরশুভগাছা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে আব্দুল মমিন (৪৫) পেয়েছেন জিপিএ-৫।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুসুম্বি নাজাতুল্লাহ আয়েশা মেমোরিযাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুই বছর আগে স্কুলে ভর্তি হওয়ার কথা বলায় তারা মহসিনকে উৎসাহ দেয়ায় কম্পিউটার ট্রেডে কারিগরি বিভাগে ভর্তি হয়। এরপর নিয়মিত ছাত্র হিসেবে চলতি বছর পরীক্ষায় অংশ নিয়ে এ জিপিএ-৪.৬১ পেয়ে উত্তীর্ণ হওয়ায় তারা গর্বিত ও আনন্দিত।
তিনি আরও জানান, এ বিদ্যালয় থেকে মোট ৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩০ জন উত্তীর্ণ হয়েছে।
তথ্যানুসন্ধ্যানে জানা যায়, এক ছেলে ও এক মেয়ের জনক আব্দুল মতিন মহসিন পেশায় একজন কৃষক। এছাড়াও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি স্থানীয় রাজনীতির সঙ্গেও জড়িত রয়েছেন মহসিন। এর আগে ইউপি সদস্য পদপ্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা কম থাকায় নিজের মনে আক্ষেপ ছিল।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাতে এসএসসির ফলাফল হস্তান্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত বিভাগে অনার্স ও মার্স্টাস ফার্স্ট ক্লাস ফার্স্ট ও ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন তার মেয়ে অলিভা আক্তার মায়া।
তবে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার ব্যাপারে তার মেয়ের অনুপ্রেরণা ও উৎসাহের কথা জানিয়েছেন তিনি।
সাংসারিক অভাব অনটনের কারণে তার বাবা-মা তাকে পড়াশোনা করাতে না পারলেও কৃষিকাজ করে আমার মেয়েকে উচ্চ শিক্ষিত করেছি গর্ব করে জানালেন তিনি।
মেয়ে অলিভা আক্তার মায়াকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠানে অভিভাবক হিসেবে স্ত্রীসহ তাকে ডাকা হয়েছিল। সে অনুষ্ঠানে যোগ দিয়ে বুঝতে পেরেছিলাম শিক্ষার মূল্য কী? শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে নিজের কাছেই নিজেকে ছোট মনে হওয়ার একটা জেদও তাকে পেয়ে বসেছিল বলে জানান তিনি।
মেয়েকে বলার পর মেয়েও আমাকে উৎসাহ ও শিক্ষকদের প্রেরণায় আজ আমার ফলাফল পেয়েছি। তবে গ্র্যাজুয়েশন করার লক্ষ্য নিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
এদিকে তার উত্তীর্ণ হওয়ায় এলাকাবাসী আত্মীয়-স্বজন সবাই গর্বিত ও আনন্দিত।
অপরদিকে কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের টানা তিন বারের নির্বাচিত সদস্য আব্দুল মমিন এবার পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার ফলাফল ঘোষণার পর আব্দুল মমিনের পাশ করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী কারিগরি স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন মমিন।
মমিন বলেন, ইচ্ছা ও মনবল ছিল লেখাপড়া করার সেই থেকেই এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি।
আগামীতে এইচএসসিতে ভর্তি হবো এবং ডিগ্রি পাশ করার ইচ্ছার কথা ব্যক্ত করেন মমিন।
তিনি আরও বলেন, লেখাপড়ার জন্য বয়স কোন বিষয় না। তাই এই বয়সে নিজেও লেখাপড়া করছি, অন্যদেরকেও পড়াশোনা করতে আমি উৎসাহিত করে থাকি বলে জানান তিনি।
আরও পড়ুন: এসএসসি ফলাফল ২০২২: গড় পাসের হার ৮৭.৪৪%