সিলেট, ১৪ নভেম্বর (ইউএনবি)- সিলেট নগরীর লালবাজারে বিক্রির জন্য উঠেছে ২০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।
বুধবার দুপুরে মাছটি বাজারে নিয়ে আসেন বিক্রেতা মখলিছ মিয়া।
কুশিয়ারা নদীতে ধরা পড়া মাছটির তিনি দাম হাঁকছেন সাড়ে ৫ লাখ টাকা; তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার টাকা দর করেছেন ক্রেতারা।
ব্যবসায়ী মখলিছ মিয়া জানান, সকালে মাছটি কুশিয়ারা নদীতে জেলেদের জালে আটকা পরে। সেখান থেকে নিয়ে আসা হয় মৌলভীবাজারের শেরপুর বাজারে। পরে তিনি মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারে। মাছটি বাজারে আনার পর থেকে তা দেখার জন্য মানুষ ভিড় করছেন।
তিনি জানান, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য নগরীতে মাইকিংও করা হচ্ছে। এরমধ্যে একজন মাছটি দাম করেছেন ১ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু এই দামে বিক্রি করতে রাজি নন বিক্রেতা।
যদি সঠিক দাম না পাওয়া যায় তবে বৃহস্পতিবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করবেন মখলিছ মিয়া।