রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় শাহজালাল জামেয়া কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়।
জানা যায়, দুপুরের দিকে প্রথমে আওয়ামী লীগ সমর্থকরা বিএনপির নির্বাচনী বুথ ভাঙচুর করে। পরে বিএনপি সমর্থকরা এসে আওয়ামী লীগের নির্বাচনী বুথে হামলা ও ভাংচুর চালায়। পরে বেশ কিছু সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে বিজিবি, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রশান্ত কুমার শীল বলেন, ভোট গ্রহণ আপাতত বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে।
বেলা ২টায় র্যাব-৯ এর সিনিয়র এএসপি মাইনউদ্দিন চৌধুরী বলেন,ঘটনার পর ওই কেন্দ্রে র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ভোট গ্রহণ চলছে।
এদিকে, নগরীর আখালিয়া এলাকার বীরেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছু যুবক দখলের চেষ্টা করলে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে তাদের প্রতিহত করে। বেলা দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বীরেশচন্দ্র কেন্দ্রের আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এরপর সেখানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়।
অপর দিকে, সিলেট-৪ আসনের জৈন্তাপুর উপজেলার দুটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।