সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মারামারিতে আহত একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
নিহত জাফর ইমাম (৪২) উপজেলার শিলের ভাঙ্গা গ্রামের শহিদ মিয়ার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, দুইদিন আগে জাফর ইমাম ও তার মামাত ভাই সাদ্দাম হোসেনের মারামারি হয়। মারামারিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন জাফর ইমাম। চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পর শুক্রবার ভোর ৪টায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটা হত্যা কি না- তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।
এ ঘটনায় নিহত জাফর ইমামের নামে একটি মামলা রয়েছে বলেও জানান ওসি।
এদিকে এ নিয়ে গত তিনদিনে কোম্পানীগঞ্জে মারামারিতে তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার রাতে শিমুলতলা নোয়াগাঁও গ্রামের মোশাহিদ আলী (৬২) ও বৃহস্পতিবার নভাগী গ্রামের জয়নাল মিয়া (৬০) মারা যান।