এসময় আখালিয়া সুরমা আবাসিক এলাকা ও ধানোয়াটা এলাকার মধ্যে অবস্থিত সরকারি গোপাট দখল করে নির্মিত ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
রবিবার সকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে এসকল স্থাপনা উচ্ছেদ করা হয়।
মেয়র আরিফুল হক চৌধুরী জানান, নগরীর ৯ নং ওয়ার্ডের আখালিয়া সুরমা আবাসিক এলাকা ও ধানোয়াটার মধ্যবর্তী স্থানে সরকারি গোপাটের প্রায় এক বিঘা জমি স্থানীয় কতিপয় প্রভাবশালীদের দখলে ছিল। এমনকি তারা সেই গোপাট দখল করে নির্মাণ করেন অবৈধ স্থাপনা। দখলে নেয়া সরকারি জমি ছাড়তে দখলদারদের বার বার নোটিশ দিলেও তাতে কোনো কাজ না হওয়ায় এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে মেয়র সাংবাদিকদের জানান, দীর্ঘদিন থেকে এই গোপাটকে ঘিরে অবৈধভাবে বেশ কিছু দোকানপাট, বিল্ডিং ও বস্তি গড়ে উঠেছে। ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। এর আগে এসব অবৈধ দখল অপসারণে কয়েকদফা নোটিশ দেয়া হয়েছে। কিন্তু দখলদাররা স্থাপনা অপসারণ করেননি।
মেয়র আরও জানান, নগরীতে সরকারি জমি দখলদাররা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে।
অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর মখলেছুর রহমান কামরান, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।