চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রবিবার শোক প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের সদস্য।
যুক্তরাজ্যের বৈদেশিক কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী তারিক আহমেদ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এক টুইটবার্তায় বাংলাদেশি বংশোদ্ভূত তারিক বলেন, বাংলাদেশের চট্টগ্রামে কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের খবর দেখে মর্মাহত ও শোকাহত।
আরও পড়ুন: এখনও জ্বলছে সীতাকুণ্ডের কন্টেইনার ডিপো
রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, তিনি আগুনের প্রভাব নিয়ে খবর এবং প্রাণ হারানো ও আহতদের কথা শুনে শঙ্কিত হয়েছেন।
তিনি টুইটে বলেন, ‘নিহত ও তাদের পরিবারের জন্য আমার ভাবনা ও প্রার্থনা।’
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ঢাকার মার্কিন দূতাবাসও গভীর সমবেদনা জানিয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের পরিচয় শনাক্তে চলছে ডিএনএ টেস্ট
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড টুইট করে বলেন, ‘চট্টগ্রামে একটি কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমি খুবই শোকাহত।’
সুইজারল্যান্ডের দূতাবাসের পক্ষ থেকে তিনি যারা প্রিয়জন হারিয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।