চাঁপাইনবাবগঞ্জ, ০২ সেপ্টেম্বর (ইউএনবি)- চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে শনিবার রাতে মাটি খুঁড়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক সাজ্জাদ সরোয়ার রবিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৯টার দিকে সুবেদার আব্দুল খালেকের নেতৃত্বে ফতেপুর বিওপির একটি টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার চরহাসানপুর গাইপাড়া নামক এলাকায় অভিযান চালায়। এসময় পৃথক ৫টি স্থানে মাটি খুঁড়ে মাটির নিচে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।