সিলেট, ৩০ আগস্ট (ইউএনবি)-সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর এলাকায় বৃহস্পতিবার বাসের ধাক্কায় দিরাই বিদ্যুৎ অফিসের এক লাইনম্যান নিহত হয়েছেন।
নিহত রাহেল আহমদ (৩০) উপজেলার জয়কলস ইউনিয়নের বগুলারাকাড়া গ্রামের মৃত আলমাছ আলীর
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলযোগে বিদ্যুৎ অফিসে যাওয়ার পথে দিরাই-মদনপুর সড়কের গাজীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন রাহেল।
খবর পেয়ে বগুলারাকাড়া গ্রামের স্থানীয় জনতা নোয়াখালী বাজারে বাসটি আটক করে ব্যাপক ভাঙচুর চালালেও বাসটির চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।