বগুড়া, ০১ অক্টোবর (ইউএনবি)- সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সদর উপজেলা থেকে চার প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল সোমবার বিকাল সাড়ে ৩টায় সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার চারজন হলেন- সোনাতলা থানার নূরার পটল গ্রামের ছানাউল্লাহ মণ্ডলের ছেলে জোহা মিয়া (২২), শাজাহানপুর থানার চকদূলাহার গ্রামের আবু মুসার ছেলে আব্দুল কাদের (২৭), জয়পুরহাটের কালাই থানার ছত্র গ্রামের আমানউল্লাহ ওরফে তুহিন (২২) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার গাড়ইল গ্রামের আব্দুল হালিমের ছেলে রুবেল মিয়া (২২)।
তারা বগুড়াসহ বিভিন্ন জেলায় সেনাবাহিনীতে চাকরি দেয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে।