সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে অফিস কর্তৃক আয়োজিত হিফজুল হাদিস ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সৌদি দূতাবাসের গ্র্যান্ড হলে মঙ্গলবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রিলিজিয়াস অ্যাটাশেসহ অন্যান্য দূতাবাস কর্মকর্তা।
দেশের ৮টি বিভাগের ৯টি অঞ্চলে এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান
প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেন। ফাইনাল প্রতিযোগিতায় প্রথম বিজয়ীর জন্য ওমরাহ পালন করার সুযোগসহ নগদ ৬৫ হাজার টাকা পুরস্কার, ২য় পুরস্কার ৬০ হাজার ও ৩য় পুরস্কার ৫৫ হাজার টাকাসহ প্রথম ১০ জনকেই দেওয়া হয় ক্রেস্ট ও সনদসহ পুরস্কার।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত জানান, চলতি বছরও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে। রুট টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে হজযাত্রীদের ব্যাগও বিমানবন্দর থেকে সরাসরি হজযাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে। ফলে সৌদিতে গিয়ে হজযাত্রীদের আর বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না।
আরও পড়ুন: ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা