ঢাকা, ০৬ সেপ্টেম্বর (ইউএনবি)- দেশের স্বাক্ষরতার হার গত বছরের তুলনায় বেড়ে এখন ৭২ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। গত বছরে যা ছিল ৭২ দশমিক ৩ শতাংশ।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশে ৩ কোটি ৩৫ লাখ নিরক্ষর মানুষ রয়েছে এবং সরকার তাদের স্বাক্ষরিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।’
তিনি জানান, দেশ থেকে নিরক্ষতা দূর করতে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর ১৫-৪৫ বয়সীদের মধ্যে ৪৫ লাখ নিরক্ষর মানুষকে স্বাক্ষরজ্ঞান দিতে একটি মৌলিক শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে।
এছাড়া মন্ত্রী বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা প্রবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সকল কাজ এবং সিদ্ধান্ত চূড়ান্ত করার পর এটি বাস্তবায়িত হবে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) থাকবে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কাছ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে।