দেশে স্বর্ণের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্মারক স্বর্ণমুদ্রার দাম ১০ হাজার টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন: পুরনো স্বর্ণ বিক্রির সময় যে কারণে দাম কেটে রাখা হয়
সোমবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০', 'বঙ্গবন্ধুর শতবার্ষিকী ১৯২০-২০২০' এবং 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১' শিরোনামের বাক্সযুক্ত ১০ গ্রাম ওজনের স্মারক স্বর্ণের মূল্য সংশোধন করে ১ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার থেকে এই নতুন দাম কার্যকর হবে।