বরিশাল, ২৭ মার্চ (ইউএনবি)- বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে মঙ্গলবার ভোর রাতে টয়লেটের গ্রিল ভেঙে হ্যান্ডকাপসহ দুখু মিয়া নামে এক আসামি পালিয়ে গেছে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই আমিনুল ইসলাম এবং কনস্টেবল মো. রিয়াজুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা শাখার সহকারী কমিশনার নাছির উদ্দিন মল্লিক।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, একমাস আগে ফতুল্লা এলাকা থেকে এক শিশুকে অপহরণ করে পরিবারের কাছে প্রথমে ১৫ লাখ মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। এই ঘটনায় ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
ওই মামলায় গত ৪ মার্চ বরিশাল নগরীর পলাশপুর ৮ নম্বর বস্তি থেকে দুখু মিয়াকে গ্রেপ্তার করে পিবিআই। এসময় গ্রেপ্তার এড়াতে দুখু মিয়া গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। আহতাবস্থায় তাকে শেবাচিম হাসপাতালের নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়। সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুখু মিয়া।