দিনাজপুর, ২৭ জুন (ইউএনবি)- ‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ শ্লোগানে দেশব্যাপী জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খামারের তত্ত্বাবধানে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবুল কাসেম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের সামনে একটি কাঠ গোলাপ গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এ উপলক্ষে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
ভাইস চ্যান্সেলর আবুল কাসেম বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, তার যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করতে হবে।
তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ বাড়িতে বৃক্ষরোপণ করার আহ্বান জানান।
কর্মসূচিতে প্রায় ৩০০ বনজ, ফলজ ও ঔষধি ও শোভাবর্ধক গাছ রোপণ করা হচ্ছে।