‘হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে’ এই কথা বলে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত যে ভয় দেখানোর চেষ্টা করছে তাতে বাংলাদেশ ভয় পায় না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, ‘ শেখ হাসিনাকে সেখানে (ভারত) বসিয়ে রেখে তারা আমাদের সারাক্ষণ ভীতির মধ্যে রেখেছে, কিন্তু আমরা ভয় পাই না।’
শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে গণ-আকাঙক্ষা মঞ্চের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার এসব কথা বলেন।
তিনি বলেন, ভারত কি জুলাই-আগস্ট অভ্যুত্থান ঠেকাতে পেরেছে? তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে। কিন্তু, বাংলাদেশে কি রাখতে পেরেছে? তাহলে ভারতকে আমরা ভয় পাব কিসের জন্য!
তিনি বলেন, আমরা যে পরিবর্তন চেয়েছি, সেই পরিবর্তন আমাদের সন্তানেরা করেছে। তারা ভারতসহ সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে গণঅভ্যুত্থান কী। যেটা কোনো রাজনৈতিক দল পারেনি, সেটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেখিয়েছে। তার ১৫ বছরের ফ্যাসিস্টকে সরাতে পেরেছে।
আরও পড়ুন: চাহিদার বিপরীতে খাদ্যদ্রব্য অন্য বিভাগে পাঠাতে উৎপাদন বৃদ্ধি করতে হবে: ফরিদা আখতার
এছাড়া এখন সব রাজনৈতিক দল এক হয়ে ঐক্যের কথা বলছে। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে বলেও জানান উপদেষ্টা ফরিদা আখতার।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেনি, এটা ক্ষমতা নয়, আমরা দায়িত্বে গিয়েছি। ক্ষমতায় বসার কোনো যোগ্যতা আমাদের নেই। নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে, তারা যেন ক্ষমতায় না বসে এই চেষ্টা করতে হবে। এটাই হবে সংস্কার।
উপদেষ্টা বলেন, আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না। ক্ষমতা যে কী ভয়াবহ জিনিস সেটা দেখেছি। দায়িত্ব যারা নেবেন, যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান, তাদের আগেই বার্তাটা দিতে হবে। আপনারা ক্ষমতায় যাচ্ছেন না। আপনারা যদি দায়িত্ব নিতে চান তাহলে নির্বাচন করেন। তা না হলে নির্বাচন করার কোনো অধিকার নেই।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা শুধু সেনাবাহিনীর কাজ নয়। দেশের সার্বভৌমত্বকে রক্ষা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কাজেই আমরা ভীত না।
তিনি আরও বলেন, হাসিনা যদি দেশে আসে অবশ্যই তার বিচার হবে। তার বিচার হতেই হবে। এত মৃত্যু শুধু জুলাই-আগস্টে ঘটেনি। গত ১৫ বছরে কত মানুষকে গুম, খুন, যখন তখন উঠিয়ে নিয়ে গেছে। হাসিনার বিচার এই মাটিতে হবে। শুধুমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। এছাড়া তার এদেশে আসার কোনো অধিকার এবং ক্ষমতা নেই।
উপদেষ্টা বলেন, আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের অনেকে আইসিইউতে আছে। এখনও মারা যাচ্ছে। এর তালিকা বাড়ছে, এটা অত্যন্ত দুঃখজনক।
গণ-আকাঙক্ষা মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: মৎস্যজীবী-মৎস্যখাত চরম বৈষম্যের শিকার: উপদেষ্টা ফরিদা আখতার