হিলি, ১২ আগস্ট (ইউএনবি)- দিনাজপুরের হিলিতে সোমবার ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ সদস্যরা। এ সময় তারা কোলাকুলি ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আলতাফ হোসেন জানান, ঈদুল আজহা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ডিএস সিন্ধুর হাতে মিষ্টির নয়টি প্যাকেট তুলে দেয়া হয়। ‘বিএসএফের পক্ষ থেকে আমাদেরও সাতটি মিষ্টির প্যাকেট দেয়া হয়।’
ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ডিএস সিন্ধু বলেন, ‘সীমান্তে বিজিবি ও বিএসএফ একই দায়িত্ব পালন করে। তাই আমরা সব সময় পরস্পরের মাঝে সম্প্রীতি আর ভ্রাতৃত্ব বজায় রাখতে সচেষ্ট থাকি।’
‘এর অংশ হিসেবে আজ খুশির ঈদে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি। পাশাপাশি বিজিবিকে মিষ্টিমুখ করিয়েছি। আগামী সব দিবসে এ ধারা অব্যাহত থাকবে,’ যোগ করেন তিনি।