একই সাথে ওই প্রবাসীর বাড়িতে দুইজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানায়, পৌরসভার তেবাড়ীয়া গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা বাহারাইন প্রবাসী মোজাহার হাজী গত ১৬ মার্চ বাহারাইন থেকে দেশে আসেন। দেশে আসার পর তাকে প্রশাসনের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশ দেয়া হলেও তিনি তা মেনে চলেননি। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এরপরও তিনি পুনরায় শর্ত ভঙ্গ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, প্রবাসীদের মাধ্যমে মরণ ঘাতক করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য প্রশাসন হোম কোয়ারেন্টাইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে বাধ্য হয়েছে। এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় প্রবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।